Billing threshold পরিশোধযোগ্য সর্বোচ্চ বিল

Creator:
Language pair:English to Bengali
Definition / notes:বিজ্ঞাপনের জনপ্রিয়তা ও বিল পরিশোধের উপর নির্ভর করে পরবর্তীতে যে বিল আসে তাকে Billing threshold বলে।
যেমন, প্রতি মাসের ২২ তারিখে আপনার বিল আসার কথা এবং থ্রেসহোল্ড বিলের পরিমাণ ৫০ টাকা। একমাসে আপনি বিক্রি বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিলেন এবং প্রচারাভিযান ভালোই চললো। মাসের ৭ তারিখের মধ্যে বিজ্ঞাপন বাবদ আপনার কাছে পাওনা হলো ৫৩ টাকা। ৭ তারিখেই ৫৩ টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে শোধ করে দিলেন। কিন্তু বিজ্ঞাপন ভীষণ জনপ্রিয় হয়ে গেলো এবং প্রচুর ক্লিক পড়তে থাকায় ১২ তারিখের মধ্যে আবারো ৫০ টাকা বিল আসলো। এবারও শোধ করে দিলেন। ১২ তারিখের পর বিজ্ঞাপনে ক্লিকের পরিমাণ কমে গেল এবং এবার মাসের ২২ তারিখ নাগাদ বিল আসলো মাত্র ৪০ টাকা।
উদাহরণঃ
অনলাইন শপিং মল E-valy Ltd. ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে Billing threshold, পণ্যের মূল্য এবং সময়মতো ডেলিভারি।
All of ProZ.com
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search