cost-per-click প্রতি ক্লিকেই পেমেন্ট বা ক্লিক প্রতি পেমেন্ট

Creator:
Language pair:English to Bengali
Definition / notes:ডিজিটাল বিপণনের ক্ষেত্রে Cost per click (CPC) হচ্ছে একটি বিজ্ঞাপনী পরিভাষা যেখানে বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপনের ওপর প্রত্যেকটি ক্লিকের জন্য বিজ্ঞাপন প্রচারকারীকে অর্থ প্রদান করে থাকেন। এটিকে pay per click-PPC ও বলা হয়। কি পরিমাণ অর্থ প্রদান করবেন সেটি বের করার ফর্মূলা হচ্ছেঃ
প্রতি ক্লিকেই পেমেন্ট বা ক্লিক প্রতি পেমেন্ট=বিজ্ঞাপনী খরচ / ক্লিকের সংখ্যা
টেক্স অ্যাড, শপিং অ্যাড, ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, টুইটার প্রমোটেড অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড এবং লিংকডইন অ্যাডসহ অন্যান্য অ্যাডের ক্ষেত্রে এই ব্যবসায়িক মডেলটি খুবই কার্যকরী।
উদাহরণঃ
অনলাইন প্লাটফর্ম যেমন Google AdWords এবং Facebook বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে pay-per-click model ব্যবহার করে থাকে।
All of ProZ.com
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search